সন্ধে সন্ধে নামলে,
সে পালায় মেঘের পেছনে,পৃথিবীর অন্তরালে।
আমি কেবলই অস্পষ্ট হই,
আবছায়া তার আলোয়।


আমি হেথা আলো খুজি,
উত্তর,পূর্ব,পশ্চিমের পরে দক্ষিণা বাতায়নে।
আমি কেবলই অস্পষ্ট হই,
নিকষ কালোর গহীনে।


আমি বাতি জ্বালাই আলোর ঘরে,
সুদূর কলরব পেরিয়ে,সে আসবে আবার ভোরে।
আমি কেবলই অস্পষ্ট হই,
তমাল জোৎস্না রাতে।