পালানোর জন্য পৃথিবীটা খুব ছোট,
তোমার কাছ থেকে।
তোমার অক্ষির দৃষ্টিতে ছোট মার্বেলের মত,
অথবা ধবল সিরামিকের উপর কালো বিন্দুর মত
আমার অবস্থান।


এক মুহুর্তের জন্য পালাতে চাই,
তোমার দৃষ্টির বাহিরে।
ধবল সিরামিকের উপর শ্বেত হয়ে পালাবো।


একদিন রৌদ্র ঝলসিত শুণ্য মাঠে
অথবা কোন রাখালের বেশে গোধূলি লগ্নে,
ধরাদেব তোমার জলসিক্ত নয়নে,
কৃষ্ণচূড়ার মাঝে নীল পদ্মের বেশে।


আবদ্ধ হবো তোমার বাহুডোরে
তোমার আঁখিজল,
মুছে দিবে আমার
অবাধ্য আঙ্গুল।।