রূপ কি তা নির্দিষ্ট করে জনিনা
কৃষ্ণচূড়ার রাঙা ফুলের পসরা
শিশির ঝড়া আধ-ভেজা ঘাস
সাগরে সূর্যাস্ত
মরুতে সূর্যদয়
রূপ ক্ষণে ক্ষণে পাল্টায়


নীলোৎপলের জলছোঁয়া
প্রান্ত বিকেলে গোধূলি
সন্ধ্যার লালচে আকাশ
রাতে নক্ষত্রের চিকিমিকি
রূপের পসরা সাজায়


কাহরো ঠোঁটের বাঁকানোয়
কাহরো মুখের ভেঙচিমালায়
কাহারো ঘন কেশের দোলায়
কাহারো চোখের পাতায়
রূপ ধরা দেয়।


আর তোমার?
ঠিক জানিনা,রূপ কোথায় নেই!
রূপের দেবীও নও,
স্বর্গের অপ্সরীও নও
তাহলে রূপটা কি??
বলবে ঘোর লাগা!


তো ঘোর লাগে কিভাবে?
মেয়ে দেখলেই ঘোর লাগেনা।
কথায় লাগে,রূপে লাগে
তুমি কথায় ভাললাগা পাও
আমি রূপে ঘোর পাই।


যে রূপ চিরায়ত
উহাতে বিষন্নতা হ্রাস পায়।
তোমার রূপে ঘোর খেলাম
কথা আর রূপ বিনিময় হয় কিনা জানিনা।