আমাদের ধূসর বর্ণাঢ্য জীবন থমকে দাড়াতে চায় কোলাহলে।
তৃষ্ণাত বুকে রসের সঞ্চার হয় ধুলোবালির আস্তরনে
চুষে খায় শুষে নেয় বালিকাদের মেকাপ বক্স
আমরা কেবলই একহালি কলার দরদাম করি।


দিন শেষে ঘন নিশ্বাসের প্রান্তে প্রান্তে জমে দীর্ঘশ্বাস
আমি তুমি আমরা শীতের কোলে মাথা রেখে শুই
ভার্চুয়ালে লিপিবদ্ধ বাণী তরান্বিত করে তোমার শঙ্খমালা
একটা দ্বীপে আমরা চলে যেতে চাই
নিঃশব্দে যৌনতা চলে সাক্ষী আঙ্গুলের মতলবে।


সকালে একটা ভেজা তোয়ালে রোদ পোহায় বেলকনিতে
আমাদের বহতা জীবন ক্রমান্বয়ে জমা করে দীর্ঘশ্বাস
"পাণ্ডুবর্ণের একটা গোলাপ
জীর্ণকায় কয়েকটি চিঠি
মরে যাওয়া ডাক পিয়ন
আর ঘুমন্ত ডাকঘর"
আমাদের জীবন পড়ে থাকে এসবের অতীত আঁকড়ে।


ব্যাস্ততম সময়ে আমরা হেটে যাই বহুদূর
আমাদের ক্লেশে ক্লেশে শাণিত চোখে নীল পর্দা নামে
আধো-অন্ধকারে আধো-আলোতে
চোখ বুঝে বিড়ালের মত ঝিমাই।
রোজগারের পথে একটা মেকাপ বক্স
আমাদের তাড়িত করে তাদের শঙ্খমালাদের তরে।
অথচ কত সুন্দর এক পৃথিবী পড়ে আছে ওপারে
নিবিড় ছায়াঘন মাঠে আকাশ মিশে আছে মাটিতে।