এইতো রাত এসেছে
সূর্যের আলোয় ঘেরা রাত,
সবকিছু সচ্ছ দৃষ্টিপাতেও ঝাপসা
ওরা বলবে চোঁখের সমস্যা।


নির্মেষ কালো আলোয় অসচ্ছ,
বাকিরা সব সচ্ছতায় করে রব।
পশ্চাত্যের বীণা বেজেছে আজ তরুর দেশে,
দু'শ বছরের বীর্যপাতে ফসলের রুপ দেখা যায়।


বসন্তের খোলা হাওয়া আসে তটে,
কিশোরী শুধু আসেনা বাতায়নে।
ইট সিমেন্টের কারুকার্য খেচা নগরী,
রাখেনী কিশোরী তারে।