শ্রাবন সন্ধের কালো মেঘ ডাক দিয়ে যায়,
আষাঢ়ের বাদলা হাওয়া চুল ভিজিয়ে দেয়।
শরতের সাদা মেঘ মন দোলা দেয়,
ফগুনের প্রথম বাতাস তোকেই ভাবায়।


সকালের ঘাসের শিশির মুক্ত ছড়ায়,
বিকেলের গোধূলিরা রক্ত মাতায়।
দুপুরের কৃষ্ণচূড়া লালের আভায়,
রাতের ঐ আকাশ যেথায় জোৎস্না বিলায়।


দিগন্ত হাতছনি দেয় মেঘের ওপাড়,
ঘাসেরা মিশছে যেথায় দূর পারাবার।
নদীরা ছুটছে বয়ে দুর অজানায়,
পাখিটা ডাকছে সেথায় সুর বয়ে যায়।


শুধু তোরি মায়ায়,
তোর হাসির কিরণ ছটায়।।