অনেকদিন পরে তোমায় দেখেছি রাজপথে,
ফুটপাত দিয়ে মাথা নুইয়ে হেটে চলেছো
সবুজের ছায়ায় আকাশের লুকোচুরি
বনের আঁচ পেলেই  তোমার চিত্তে লাগে ঘোর।


একটুও বদলাওনি নীলকান্তমণি
সবুজ কুড়িয়ে বেড়াও নীল বেনারসি পড়ে
ছবি আঁকো পল্লবের উদ্ভট শহরের পথে
নিকুঞ্জের গহীনে ছুড়ে দিতে চাও অসংখ্যবার।


সেই দিন আজ নেই এই বেলায়,
কুকুরের দল হাতরে বেড়ায় সব কিছু
কি রোমহষর্ক এই বিভীষিকার শহর
ইচ্ছেগুলো এখনো পুষে রেখেছো কল্পনাতে।


আগামীকাল এসো আমার শহরে
এক পশলা বৃষ্টি নামবে ধরায়
শুধু তুমি আর আমি
ঐ পল্লবের নিকুঞ্জের পাতায় বেয়ে পড়া ফোঁটায়।


০৭ বৈশাখ ১৪২৬