তোমার হারানো প্রেমের উর্বষী কচড়া
এখনও আমার স্মৃতির চোরা কুঠুরীতে চৌর্য্যবৃত্তি করে।
বিশংসিত হই মনের অবাধ্য ধারপাত
আবার না নামতার ভুলে তোমাকে আমার
স্মৃতির অংকশায়িণী করে ফেলে।


দূরত্বের সাদা মাটা দাগের ওপারে ছিলে তো বেশ।
তবুও তোমার বৈধব্য প্রেমের খনিসুটি
আমার বুকের চিরল পাতায় দাগ আঁকে।
ঝরা বকুলের মুমূষুর্ষ কান্নায় আদি ফুলের
সুবাস ব্যঞ্জনা মিলে।


এখন পিঙ্গল দিন আর জরাসন্ধের জেল পালানো রাত
স্মৃতির কফিনে হাবুডুবু খায়।
তুলসি তলায় শেষ যাত্রা তবু তোমার প্রেমের ফসিল
বাঁচার আর্তি জানায়।


জীবনের কারাগারে জীবন এখন যন্ত্র মানব।
মাথা আছে, হাত আছে, আছে পা-ও;
নেই শুধু তার অনুভব।


বিশুদ্ধ প্রেম......


মোঃ মজিবুর রহমান
৩১-০৭-২০১৪ ইং॥