বউ গত হয়েছে সেই কবে
বৃদ্ধ অশীতিপর, তবুও সে বেঁচে আছে এই ভবে।
সময়ের হ্যাপা বৃদ্ধকে করেছে কষাঘাত
বৃদ্ধ অদম্য পুরুষ, সেও সময়কে করেছে পদাঘাত।
একদা এক রাতে বৃদ্ধ দেখলো স্বপন,
উঠলো দিয়ে বড়সড় এক উল্লম্ফন।
একি তরুণী যে এক!
বৃদ্ধ হৃদয় তার করেছে যেন পোড়ামাটি খাক।
শুরু হলো বৃদ্ধের পাগলামি,
চললো দিনে রাতে বিয়ের সালতামামি।
নাতি নাতনীরা তার বললো দাদা ভাই,
কী হয়েছে তোমার, এমন করতে নাই।
বৃদ্ধ গড়গড়াতে দেয় টান
হাঁচি কাশি দিয়ে হলো হয়রান।
তারপর বললো সবে শোন,
বিয়ে দিলে আমার, তাতে তোমাদের দোষ নাই কোন।
হেঁকে বললো বড় ছেলে, বাবার হয়েছে মতিভ্রম।
ছেলে বৌ রেগে কহে, বৃদ্ধের ধরেছে বাতিক, নাই যে শরম।
কিন্তু শেষতক,
আসিক বৃদ্ধের জুটে গেল তরুণী বৌ এক।
ফোকলা দাঁতের ফাঁকে বৃদ্ধ তখন গান করে সর্বক্ষণ,
তরুণীকে পাশে পাশে রাখে অনুক্ষণ।
তবে ঘটনাটি ঘটলো এক রাতে,
বৃদ্ধ তরুণীকে বললো তার পিঠ চুলকাতে।
তরুণীর অপরিপক্ক হাত কখনও যায় বৃদ্ধের পিঠে
আবার কখনও যায় বগলের ফাঁকে।
শেষে বৃদ্ধের ধরলো হাসির বেরাম
হা! হা! হো! হো!, তারপর বুকে লেগে খিল, পটল তুললো একদম!
এমনি করে বৃদ্ধের তরুণী ভার্যার সাধ গেল মিটে
মাটিতে গিয়ে বিয়ের পাগলামিটাও গেল ছুটে।


রম্য-৩


মোঃ মজিবুর রহমান
সকাল, ১৩-০৮-২০১৪ ইং।