মানসী মানসপটে এঁকে দিল ছবি
জল রং ভাসে হৃদয় মাঝে,
দৃষ্টি সীমায় দেখা নেই তার  
তবু দেখি সেই ছবি সকালে ও সাঁঝে।
কখনও ওষ্ঠে দেখি গোলাপ পাপড়ি রেখা;
কখনও নীল কমলের দু’টি চোখ,  
কখনও তনু দ্রাঘিমায় শ্রাবনের ঢল
দারু হৃদয়ে আঁকে আলপনার ছোপ।
চোক্ষু গোলকে ভাসে নিটলার
সূচাগ্র সরু কটিদেশ,
মিশেছে গিয়ে কবেকার সেই
পুষ্ট নিতম্বের বলয় প্রদেশ।
আবীরের ঘন জলে ভাসে যেন  
তার সেই নিভাজ তন্বি কলা,
দৃষ্টির ব্যাধান দিয়ে হেনে তীর
ছুটে চলে সেই হরিণী হিরণ বালা।
নীলাম্বু নীলে তার লাবন্য দেহ
বাতাসের বিভাসে করে শয়ান,
নিশি দিন নেশার মাদকে ভেসে
কামনার চিতায় হয় বহ্নিমান।


বিশুদ্ধ প্রেম.......


মোঃ মজিবুর রহমান
০৪-০৯-২০১৪ ইং।