আমি শ্যাওড়া গাছের ভূত, আমি শ্যাওড়া গাছের ভূত
আঁধার কালো চোখ দু’টি মোর করে যে কুত কুত।।

আমি লঞ্চে উঠে ডুবাই তাকে, মারি বাংলার মানুষ
মানুষ মরুক ব্যবসা চলুক, চলুক গল্পের ফানুষ।
আমি লম্বা রুটের গাড়িতে চড়ি, রোডের রাজা আমি
এ্যাকসিডেন্টে মানুষ মারি, বাসটি আমার দামি।


আমি শ্যাওড়া গাছের ভূত........... করে কুত কুত।


শেয়ার মার্কেট ধ্বসাই আমি, পরি মাথায় টুপি
রাস্তায় হেঁটে মরুক মানুষ, আমি ধর্মের নাম যে যোপি!
আমি এ্যাসিড মেরে পোড়াই নারী, সেই না আমি ভূত
আমায় কেহ ধরতে পারে, আছে বাপের পুত?


আমি শ্যাওড়া গাছের ভূত........... করে কুত কুত।


আমি অফিস পাড়ায় ঘুরে দেখি কার কলমে জোর
ঘুষের নেশা ধরাই তারে সকাল সন্ধ্যা ভোর।
শ্যাওড়া গাছের সুইস ভোল্টে জমায় সে টাকা
মধুর রসে অবসর জীবন লাগে কী তার ফাঁকা!


আমি শ্যাওড়া গাছের ভূত...........করে কুত কুত।


প্যারডি নং-২
মোঃ মজিবুর রহমান।