পাগলার কাছে, পদ্মা হতে দূরে
সেই রৌশনচক গ্রাম।
সেখানে আমের মুকুল ফোটা
সেখানে বাঁশের চিরল পাতা
সেখানে ছাই রঙ্গা মায়ের আঁচল
সেখানে ঢেঁকির শব্দ অবিরল
এখনও রয়েছে আমার ইন্দ্রীয় ভরে
পাগলার কাছে, পদ্মা হতে দূরে।


সেই চেনা মুখ, সেই পড়শী সুখ
সেই ডাহুক ধরা, কচি কাঁচা চিবুক
সেই বিলের জল, সেই সাঁতার কাটা
বাবার কঞ্চির ভয়, সেই স্কুল ছোটা
সেই সব স্মৃতিরা এক এক করে
কখন যে এসে, কখন গেল সরে
পাগলার কাছে, পদ্মা হতে দূরে।


এখনও স্কুলে বাজে টিফিনের ঘন্টা
আজও স্কুল পড়ুয়া হয় এই মনটা
টিফিনের ফাঁকে ময়না পাখি দেখা
বন্ধুদের অর্থহীন কথায় মেতে থাকা
পড়ার ফাঁকে বন্ধুকে চিমটি কাটা
স্কুল মাঠে পিছ পায়ে উল্টো হাঁটা
কখন এসে নীরবে কখন গেল সরে
পাগলার কাছে, পদ্মা হতে দূরে।


এখন শহুরে বাতায়নে চোখ রাখি
তবুও মনের গাংচিল পাখি
পাড়ি দেয় সেই সবুজ শ্যামল গ্রামে
পদ্মা হতে দূরে, সেই পাগলার পানে ।


মোঃ মজিবুর রহমান