কবে কোন্‌ বীজুভূমে ষড়াঙ্গী হয়ে ওঠা তোমার ঋতুজ দেহ
আমার নির্বীজ দেহে ছড়ালো সূর্য্যের উত্তাপ।
তারপর একে একে আমার বীজাত্মায় এল বীজাবরণ;
নির্মোক ভেঙ্গে মহীরুহ হলো
আমার সকাম রসনা ঘন দেহের জৈবিক উত্থান।


তুমি এসেছিলে, এখন তুমি নেই।
আমার বীজীপুরুষীয় আত্মায় এখন সকাম প্রদাহ।
নটরঙ্গো দেহে তোমার উত্তাপ জ্বলে যে বহ্নিমান!
অনুভবের প্রমীলা প্রবাহ প্রেম গড়ে প্রেম ভাঙ্গে;
চলে রাগ-বিরাগের বিনির্মাণ।


তোমার আকরে হৃদয় মূর্তিরা হয় জীবাশ্ম ঘন;
অতঃপর দেয়ালের চিটা রঙ্গে তুমি মুখ ঢাক।
জ্বলন্ত মোমের উত্তাপে আমার বীজাবরণ ভেঙ্গে পড়ে।
তোমার ঋতুজ দেহ নির্বীজ বাসনায় শুধুই হারিয়ে যায়......।