পড়ে থাকে দুর্বা ঘাস পায়ের নিচে,
বলেনা সে তবু
আমাকে মাড়িয়ে কভু
তুমি চির সবুজকে করেছ অপমান;
এখানে শিশির নামে,
এখানে পল্লীবালারা হাঁটে
রাতের চন্দ্র আলোরা এখানে নিত্য বহমান।
স্বদেশের এই নরম বিছানায়
একটি দু’টি রাত
কিংবা দু’ একটি প্রভাত
যদি বা আসে সুখ হারাদের জীবনে,
সুখ সে কাকে বলে
বুঝে যায় পলে পলে
এই নরম দুর্বার গায়ে বিনম্র পদাচারণে।
সাকিন তাহার এই বাংলার প্রান্তরে।
যদি বা কেহ এসে বলে,
কী এই ঘনসবুজ ঘাসটির নাম?
মাঠের প্রান্তরে গরু পালের পিছনে হাঁটা
সফেদ বকের দল সল্লোসে বলে দেয়
এই সেই দুর্বা ঘাস, দুর্বা এর নাম।


মোঃ মজিবুর রহমান
উত্তরা, ঢাকা।