সেই কাকে যেন দেখেছিলাম
জীবন উষার ক্ষণে,
কার রং কার তরঙ্গ
বেজেছিল মনে।
অধরা সেই গোলাপ কুঁড়ি
কখনও হয়নি ছোঁয়া,
পাপড়ি ঝরা জল তার
যায়নি কভু খোয়া।
উঁকি দেয়া হয়নি তার
কানন মায়ায়,
কত সুখ কত ব্যাথা
ছিল সেই পল্লব ছায়ায়।
আজি এই অশ্বারোহীর
বিদায় সায়হ্ন ক্ষণে,
স্মৃতির বিলাপ শুনি
কড়া নাড়া ক্ষণে।


মোঃ মজিবুর রহমান
১০-১১-২০১৪ ইং।