কেটে গেল রাত্রির প্রথম প্রহর,
দ্বিতীয় প্রহর জুড়ে এল ঘুম।
চোখের পর্দায় ভেসে এল
নীল সাগরের ঢেউ আকাশ কুসুম!
আবক্ষ সাগরের প্রমত্ত ঢেউ
একে একে হলো চঞ্চলা,
কীরণ বালার হাসির শব্দে
তুললো নীলের কলা।
আমি তো ‘আমায়’ হারিয়ে তখন
হলেম উদভ্রান্ত পথিক;
খুশির উদগ্র কলায় ভরল মন
রাঙ্গলো চারি দিক।
হঠাৎ নীল জল ফুঁড়ে  
উঠে এল এক শ্বেত কৈতুরী,
ডানা মেলে তার
বসলো আমার দেহ ভূম জুড়ি।  
চললো নীলের অবাধ অভিসার
ঘৃৎকুমার দেহের উৎসব গিয়ে  
শঙ্কা করল ভর।
রাত্রি শেষে শ্বেত কৈতুরী
অতল সাগরে করল গমন,
দেহতে আমার নীল ছোঁয়া রেখে  
সাগর সঙ্গমে করল ধাবন।
জীবনের কত সুখ
আসে কত উদগ্র পথে,
ভেসে যায় এমনি করে
শ্বেত কৈতুরীদের সাথে।


মোঃ মজিবুর রহমান
১৫-১১-২০১৪ইং।