সেই তো এক গল্পের শুরু -
পালে পালে নৌকাটা চলেছিল বেশ।
বতাসও ছিল অনকুলে গোপিনী প্রেমের মধুরতা নিয়ে।
হঠাৎ ঝড় এল, শুরু হল তান্ডব, শাপিনী দাপিনী হয়ে গেল সব।
তরীটা ডুবে গেল অতলে, তাই গল্পটার সেখানেই শেষ।


প্রেম আসে, প্রেম ভাঙ্গে, প্রেম কি শুধুই ভাঙ্গার তরে?
মন কাঁদে, প্রাণ কাঁদে, কান্নার শেষ কোথায়?


নিরেট পাথরে ঘোষলে মন সেও তো নরম হয়,
সাদা প্রেম, রং ভেঙ্গে কেন কালো হয়?


মোঃ মজিবুর রহমান
উত্তরা, ঢাকা।