টোনা টুনি বাঘ শেয়াল ইত্যাদিকে
বোকা বানিয়ে টুন টুন করে উড়ে গিয়ে
ভেসে চললো বাংলার আকাশে।
হঠাৎ শীতলক্ষ্যা নদীতে ভাসা
মরা মানুষের গন্ধে টোনা কহিল-
আর আসিবনা ফিরে এই দেশে।
টুনি কহিল-
এখানে মানুষের ভালোবাসা সব মিছে।
টোনা কহিল-
হায়েনার দু’টি হাত দু’টি পা, চারটি অঙ্গ।
টুনি কহিল-
এখানে সভ্যতার সব কিছুই হয়েছে ভঙ্গ।
টোনা হাঁকিল-
টুন টুন টুন।
টুনি কহিল-
সমাজে ধরেছে ঘুন, ঘুন ঘুন ঘুন!!!!


মোঃ মজিবুর রহমান।
১৫-১২-২০১৪ ইং।