হয়ত তুমি আমি এক দিন হব মুখোমুখি
কোন এক ধাতব সন্ধ্যায়।
হয়ত তখন সব কিছুই থাকবে নিথর।
মনের কাক তাড়ুয়া আর থাকবেনা খাড়া,
কেননা মনের আদিম ফল খেয়ে নেবার
ভয় তখন থাকবেনা আর।


তখন মুখোমুখি বসে একান্তই ধরা গলায়
শুধাবে তুমি আমাকে-
বলনা কেমন আছ তুমি?
কাঁচের বোতল ভাঙ্গার তীক্ষ্ণ দহনে
হয়ত বলব আমি-
ভাল আছি, বেশ ভাল আছি।
ততো দিনে তোমার কপালের টিপ খসে
তুমি আমি হয়ে গেছি মরা মাছি।


মোঃ মজিবুর রহমান
উত্তরা, ঢাকা।