কাজল কাজল মন
ঘুরে সরাক্ষণ।
পাতার ফাঁকে ডাহুক
করছে হুক হুক।
দেখবে বলে যেই
কাজল মনের সেই।
ধরলো চোখ মেলে
দেখলো এলে বেলে।
ব্যাপার খানা কী?
গাছে নেই তো পাখি!
আসলো নেমে এক
বললো, ভালোবাসা যাক।
কাজল কাজল মন
বুঝলো অনুক্ষণ।
কি করতে কী
দেখলো তেলেশমাতি।
কাজল দিঘীর জলে
বুকের আয়না মেলে
ডাহুক দিল ডাক-
বুকের মধ্যে থাক।
কাজল কন্যা বলে-
হায়, পড়লাম নাকি জলে!!


মোঃ মজিবুর রহমান
১৮-১২-২০১৪ ইং।