সে দিন দূরে নয় যে দিন সম্পর্কচ্যুতি হবে
তোমার আমার।
বিরুদ্ধবাদিতা অথবা অস্ত্রের সম্পর্ক
হয়ে যাবে দূর।
তারপরেও কথা থাকে, কেননা তোমার সাথে
ছিলেম আমি এই পৃথিবীতে।
তুমি দেখিয়েছ মাংসপেশি যা ছিলনা আমার;
তবুও সব সয়েছি আমি।
ছিলেম আমি এই ভুবনে অহনির্ণশ অবিচল;
পৃথিবী রয়ে যাবে।
তারপর তুমি আমি লয় হলে মানুষ রবে
বিচারকের আসন গেড় ।
তোমার আত্মা সে দিন নিবিড়ভাবে রয়ে যাবে
আমার আত্মার পাশে।
নিরন্তর মানবতাহানীর পরকীয়ায় তুমি যে সেদিন
ছিলে বেজায় মেতে,
সেই তো সব কিছুর দোষ সে দিন তোমায়
নিতে হবে মাথা পেতে।
তারপর আত্মা পাড়ায় তুমি আবার গড়বে
নতুন ইতিহাস ‘নরকীট’ নামে।
আমার ইতিহাস রবেনা কিছুই আমি ম’লে;
তবুও মাটির বিছানায় তুমি আমি শুয়ে রব
সব ভেদাভেদ ভুলে।


মোঃ মজিবুর রহমান
২০-১২-২০১৪ ইং।