এখনও স্মৃতির দানিয়ুব নদে অভিসংকেত পাই তোমার।
কবোষ্ণ কন্যার ডাইরী হয়ে
তোমার ঠোঁটের তীক্ষ্ণ স্বাদ
আমার যৌবন রসনাকে এখনও চাঁচালো করে
তোমার প্রেম দগ দগে হৈম কুন্ডের আঁচে।


কল্পনার অভিবাসন হয়ে তেল চিক চিকে
ঘটিকার গ্রীবার ন্যায় তোমার গ্রীবার পরোমষ্ণ ছোঁয়া
এখনও আমার পৌরুষকে করে উদগ্র।
উনুনের তাপে চিক্কুরিত বাসনা গলে গলে হয় লাভাময়।


এবং এখনও নষ্ট আঁধার তোমার শুধাংশু দেহকে
টেনে আনে আমার কাছে।
যৌবনের উলঙ্গ স্রোত উজানের বেভোল পথে হাঁটে।
ব্যকরণহীন উন্মত্ততা পৈশাচিক অবয়বে তড়পায়
তোমার আস্বাদন ঘ্রাণে।


সময়ের জোছনারা কাব্যের ফেনা চুষে চুষে
তোমার স্নিগ্ধতাকে আমার নিগড়ে করে দৃশ্যমান।
অতঃপর বালি হাঁসের নরম বুকের মত তোমার আবক্ষ সুধা
আমাকে করে উচাটন।
পরমহংসের পুজনীয় সংযম নিরুদার বাঁশীর আগুনে হয় ছারখার।


আমার পৌরুষের দাগে দাগে তুমি হাঁট
মায়া অভিষারিণী হয়ে।
তোমার ঋতুজ দেহের দ্রাঘিমাংশ ছুঁয়ে আমার বলি রেখারা
আলোড়িত হয় রোমাঞ্চের অভিশংসয়ে।
শেষে নিষ্কাম প্রেমের নির্মোক ভেঙ্গে আদিমতা আসে ফিরে।
তোমার অভিসংকেতের তীক্ষ্ণ আহবানে
আমার হৃদয় গ্রন্থির অটুট বাঁধন একে একে খুলে পড়ে
বেহায়া পরাজয়ের গ্লানি নিয়ে।


বিশুদ্ধ প্রেম.......


মোঃ মজিবুর রহমান
উত্তরা, ঢাকা।