খাপের ভিতর তরবারির নাংগা দেহ
হারিয়ে যায় খুব সাদামাটা কৌশলে।
কালের বৈতালিক আনাগোনায় হারিয়ে যায়
উচ্চারিত শব্দ কোষ।
রাজনীতিকের আজকের দুর্মুখো ভাষা
হারিয়ে যায় আগামী দিনের ভাগাড়ে।
প্রদীপের গ্রীবার লিকলিকে আলো
মিলিয়ে যায় বাতাসের ব্যাভিচারে।
প্রেম-পারিজাতের পাপড়িগুলো খসে পড়ে
জীবনের এবড়ো থেবড়ো জমিনে।
নিছক সাদামাটা লেখা মুখ লুকায়
কবিদের কঠিন বাক্যালঙ্কারে।
হারিয়ে যাবার কৌশলগুলো
শুক-শারীকার দূরে কোথাও উড়ে যাবার মত।
তবে কখনও সরল, কখনও গরল।
কখনও ত্রিতালিক, কখনও বৈতালিক।
কখনও ছান্দিক, কখনও আর্তিক।
হারিয়ে যেতে নেই মানা,
তবুও না হারাবার নিত্য আরাধনা।


মোঃ মজিবুর রহমান।
উত্তরা, ঢাকা
০২-০২-২০১৫ ইং।