আর একটি সকাল যদি আসে এই শহরে
যে সকালে কাক আর কা কা করে ডেকে
জানাবেনা কোন মায়ের কোল খালি করে
এক তরুণ হারিয়ে গেছে,
তবে সেই সকালকে আমার ষষ্ঠাঙ্গ প্রণাম
জানাবার অভিপ্রায় রয়ে গেল।
আর একটি সকাল যদি কাল রাত্রি পেরিয়ে  
আবির্ভাব হয় মিরপুর থেকে জাতীয় সংসদ
হয়ে মতিঝিল শাপলা চত্তরে,
এবং জানান দেয় গত রাতে কোন নারী ধর্ষিতা হয়নি
অথবা ক্রশ ফায়ার কিংবা ককটেলে খুন হয়নি
কোন মানব সন্তান;
তাহলে আমি তাকে অমিয় সকাল বলেই ধরে নিব।


কিন্তু নুড়ির বুকে পাথরের ঘর্ষণ যেমন জানান দেয়
তারা একই আদি বস্তুর গর্ভজাত,
অথচ চলে তাদের মাঝে বেহায়া ঘর্ষণ;
বেশ্যা গৃহের নারী সম্ভোগ আর ধর্ষিতা নারীকে নিয়ে
প্রজনন সুখ যেমন বিবেচিত হয় একই কালকূট লীলা;
তেমনি এখানে এই পিনাকিনী মাতৃভূমে চলছে
মানুষে মানুষে হত্যা রমন;
এখানে এই বদ্বিপে চলছে জীবন বধের এক
অতিপ্রাকৃতিক স্বমেহন।


মোঃ মজিবুর রহমান
১৪-০২-২০১৫ ইং।