ফাগুনের এ ছাদে আমি আর ও ছাদে তুমি।
মাঝে কেবল সেই পুরোন কৃষ্ণচূড়া গাছ
কাঁকাল বাঁকা দেহে আছে দাঁড়িয়ে,
মাথায় দাবাগ্নি শিখা
তাই নিয়ে মন হারানোর এই জুয়াড়ি গাছ
মনকে দিচ্ছে হারিয়ে।
ও ধারে তুমি, রাঙ্গা ঠোঁট তোমার!!!
এ ধারে আমি, ভাঙ্গা বুক আমার
মনের আকিঞ্চনে প্রেমের গঙ্গাবতী করে কোলাহল।
ও ছাদে তুমি, তোমার রুপের চলছে পুন্য স্নান।
এ ছাদে আমার ডেরাতে তোমার চিন্তামনি গান
ফাগুনের চড়ায় কাঁপিয়ে চলেচে ভূতল।


মোঃ মজিবুর রহমান
উত্তরা, ঢাকা।
১৫-০২-২০১৫ ইং।