লেখার খাতা শূন্য থাকে
বসেনা আর মন লেখায়,
তড়বড়িয়ে কলম ভাঙ্গে
লেখার পঙ্‌ক্তি উবে যায়।
রোগটা নাকি প্রাচীন অতি
জরাগ্রস্থ মন,
বৈদ্য বলে খারাপ ব্যামো
মন হারানোর কুলক্ষণ।
মামা বলে ধুত্তোরি তোর
কাজের ওসব কথা নয়,
ভাগ্নের গায়ে নজর লেগেছে
ফাগুনের এই ভর সময়।
কপাল চাপড়ায় বাবা আমার
মায়ের বুকটা ফেটে যায়,
আমি ভাবি এই ফাগুনে
নজর দিল কে আমায়!!!


মোঃ মজিবুর রহমান
১৭-০২-২০১৫ ইং।