তুমি থেকো তোমার ফ্রেমে বাঁধা সুখ নিয়ে,
যে সুখের নীলাভ পাখি দ্যাখেনি কোন বসন্ত ফুল।
শাড়ির নীল পাড় সে তো থাকে শাড়ির যমিন প্রান্তে
কারুচিকা হয়ে।
কখনও সে বেরিয়ে আসেনা শাড়ির যৌবন রঙ্গা যমিন ভেঙ্গে।  
সাকি, শুধা, প্রেম সবই তো জলসা ঘরের জৌলুসে মোড়া।
আসিকের হাবেলিতে তার দেখা মেলা ভার।
তুমি, সেই তুমি, থেকো তোমার ফ্রেমে বাঁধা সুখ নিয়ে।
জেনে রেখো, জল ছল ছল বুকে জল কেলন হয়;
ঝিনুকের বুকে প্রণয় প্রবাল জমে;
কিন্নর কন্ঠী বসন্ত পাখির তনু সাকিনেও সুখ ননী
মেদ হয়ে ভাসে।
যে সুখ ফ্রেম ভাঙ্গেনা সে সুখ যাদু ঘরে রাখা মমিদের  
নির্বাক অবয়ব ।
যে বুকে পারদের ওঠা নামা নেই, সে বুকের
থার্মোমিটার শুধুই কাঁচের ভাঙ্গা টিউব ।
যে খোঁপার ফুলে শারদীয়া জৌলুস নেই
তা কেবল পাথর কুচিতে ঝোলানো শৈবাল।
ফ্রেম ভেঙ্গে সুখ ছড়াও, দ্যাখো সে সুখ কিভাবে      
সুখ বিলাস হয় ।
নির্মোক ভেঙ্গে মুখ তোল, দ্যাখ সে মুখ কিভাবে চন্দ্রমুখী হয়।
ফ্রেমের অলিন্দে তুমি গোড়না বাসর
ফ্রেম ভাঙ্গ, বের হও, হও ভাস্বর!


বিশুদ্ধ প্রেম......


মোঃ মজিবুর রহমান
২৮-০২-২০১৫ ইং।