এখানে ওখানে নিশ্বাসের ভাষাহীন ওঠা নামা।
নরম শৈবালের শুকিয়ে যাবার অহাজারি।
অশ্ব খুরের দারুণ চটপটে ভাব,
এই আসে এই যায়।
সোওয়ারী ক্ষণজন্মা পুরুষ দাবড়ে চলে জনান্তিকে।
এখানে ওখানে মরালের মৃত লাশ
শকুন শকুনীর প্রীতি ভোজের প্রতীক্ষায় শায়িত।
সাত সিন্ধুর ওখান থেকে আসেনি কেউ এখানে
শবের জ্যামিতি আঁকার প্রয়াশে।
এঁদো কাদায় মৃত মাছের শব যাত্রায় বাজ পাখি এবং
সোনালী ডানা চিলের দুর্ধর্ষ অভিজান।
ঘরের অবলা নারীকে নির্বীজ পুরুষের
শক্তি প্রদর্শনের নির্লজ্জ অহংকারের মত।
মৃত লাশের কবর প্রবাসী হবার নিরাভরণ যাত্রা
তবুও হাসপাতালের লাশ ঘরে
ছুরি করাতের সূক্ষ প্রয়োগ।
দাড়ি এবং কচু কাটার ক্ষুর সেও এখন অবলীলার ধরণ।
এখানে ওখানে প্রয়োগ হয় কন্ঠ বিদারী শব্দকে
স্তব্ধ করার মহতি কাজে।
কী চমৎকার এখানে ওখানে শান্তির পায়রা ওড়ে!
অকাশের অর্ধ চন্দ্র বাঁকা হাসে।
পলল ভূমির জরায়ূ ফেটে মানুষের মিছিল বাড়ে।
দিন আসে দিন যায় শান্তির কৌপীনে আগুন লাগে।
নদী ও নারী কান্নার বিলাপ শোনায়।
যুবতীর বুকের বলয় দৃশ্যমান হবার আগেই
ঘর পোড়া আগুনে মন পুড়ে, বুক পুড়ে।
এখানে ওখানে ঝিঙ্গে ফুল, তাল পাতার বাঁশীর
মেলা বসে আনন্দ নহর নিয়ে।
তবু ধনুকের বুক থেকে পোষা তীর বেরিয়ে যায়
আনন্দ হরণের তীক্ষ্ণ বাসনায়।


মোঃ মজিবুর রহমান
০৪-০৩-২০১৫ ইং।