আর কত কাল তোমার আমার মাঝে রবে এক
পা ভাঙ্গা সিঁড়ি।
আমি ঊর্ধমুখী হলে কেবলি গড়িয়ে যাই নিচে
আর তুমি নিম্নমুখী হলে সিঁড়িটা যায় সরে।
একদা এক সূর্যমুখী সেনাকে বলেছিলাম
সিঁড়িটা সরিয়ে দাও।
সে-ও এক জ্ঞান পাপী, সিঁড়িটা সরাতে গিয়ে
সে তা ফেলেছে খুলে।
এখন সব কিছু সেই অগের মত।
তুমি উপরে বসে সুনসান,
আর আমি নিচে বসে ক্রন্দনমান।
তুমি পৃথিবীর গোল পাতায় ধনী, উদার সমাজ,
তুমি সভ্যতার অবতার।
আমি সুদান, আমি খরা পীড়িত আফ্রিকা
কিংবা এশিয়ার কাঙ্গাল কোন জনপদ।
সেই যে শকুনীটা যে মুখিয়ে আছে সুদানী জীবন্মৃত
শিশুটি মারা গেলে তাকে ভক্ষণ করবে বলে,
বল তুমি কি তা হতে চাও?
নাকি তুমি হতে চাও না এ্যাডাম ঈভের কোন জাতি,
কিংবা এখনও তুমি থেকে যেতে চাও বিবেকহীন
দুধ সরোবরের কোন হাতী?


মোঃ মজিবুর রহমান
০৪-০৪-২০১৫ ইং।