চাঁদ ছোঁয়া পাখি আর সূরুয ভাঙ্গা রোদ
দেখিনা রোজ রোজ।
পাখিটা এই ওড়ে, এই পড়ে, ডানাটা ভেঙ্গে যায়
যখন তখন।
চাঁদ ছোঁয়া পাখি চাঁদের সীমানা হারায়।
মূর্খ মূষিক হর হামেসা শান্তির বাচ্চা প্রসব করে
মানবের যাঁতি কলে পিষ্ট হয়ে মরার তরে।
সূরুযের রোদ জেদি হয়ে ছুটে আসে শান্তির
বাণী নিয়ে।
মানুষের উদোম সমুদ্রে আছড়ে পড়ে জমা হয়
অশান্তির কাব্যখানায়।
পাখির চিরুচিকা গান আর সূর্য্যের বেভোল রোদ
তাল কানা হয় অদিমতার নগ্ন বক্ষে।


মোঃ মজিবুর রহমান
১১-০৪-২০১৩ ইং।