তোমার আমার একটি চাঁদ একটি সূর্য্য
কেন নয় আমাদের সমান অধিকার?
প্রতি নিশ্বাসে আমরা যে টানি বাতাস
সেখানেও রয়েছে আমাদের স্বাধিকার।
সমুদ্র হতে মেঘ মালা এসে ছড়ায় যত
মঙ্গল বারি,
কেন নয় বল সে বর্ষণ বারিতে তুমি আমি
সমঅধিকারী?
যে আলোয় আমারা চোখ মেলি সেখানেও
তোমার আমার ভাগটা সমান।
তাহলে আমাদের সাম্যের বিভেদটা কোথায়,
কেন তার অপমান?
স্রষ্টা আমাদের দিলেন যে সমতা আমি তুমি
করেছি তার বিভাজন
ধনীতে গরীবে, ছোট ও বড়তে সাম্য আজ
করেছে আত্মহনন।
স্রষ্টার যত শ্রেষ্ঠ অবদান আমরা সেখানে
জ্বালিয়েছি আগুন,
বিশ্ব সমাজে সংশয় দোলাচলে তা বেড়ে
হয়েছে বহুগুন।


মোঃ মজিবুর রহমান
১২-০৪-২০১৫ ইং।