টিয়া রং সবুজ সবুজ পাতা
ঐ দেখি ফড়িং এর মাথা।
পাখাগুলা ভুঁ ভুঁ করা ট্রেন
দুর ছাই উড়লেই হয় প্লেন!
গুড়ি গুড়ি কার্টুণ কার্টুণ হাঁটি
দমটা যে নাকের মধ্যে রাখি।
লক্ষিরে ডানাগুলো একটু থামা
দ্যাখ না এনেছি লাল জামা।
কী? নচ্ছাড় গেলি তুই উড়ে?
পড়লো বালি আমার গুড়ে।
আচ্ছা, আসলে আবার ফিরে
দেখা হবে পরে ।


ছড়া-১৬


মোঃ মজিবুর রহমান
উত্তরা, ঢাকা
২০-০৪-২০১৫ ইং।