আজকে যেন হঠাৎ করে
অন্যরকম লাগছে,
আকাশ থেকে শিশির বিন্দু
ক্ষণে ক্ষণে ঝরছে।


রোজ সকালে সূর্যি মামা
পূর্ব কোণে ভাসে,
আজকে কেন তুষার কণা
নিচ্ছে কিরণ শুষে?


আজকে কেন হঠাৎ করে
বয়ছে হিমেল হাওয়া?
নদীর ঘাটে গোসল করতে
যাচ্ছে না তো যাওয়া।


মুখ দিয়ে আজ হঠাৎ কেন
বাহির হচ্ছে ধোঁয়া?
রাত্রিবেলা লেপ ছাড়া আজ
যাইবে না তো শুয়া।


হঠাৎ করে অতিথি পাখি
যাচ্ছে কেন দেখা?
গল্পগুজব আড্ডা ছাড়া
বসবে না কেউ একা।


হঠাৎ কেন বাঁধলো বাবা
খেজুর গাছে হাঁড়ি?
ভাইয়া কেন তৈরি করছে
নতুন নতুন পিঁড়ি?


মা-চাচিরা ব্যস্ত কেন
করতে চালের গুঁড়ো?
দাদু বলল আজকে থেকে
পিঠা খাওয়া শুরু।


বাজার থেকে পিঠার জন্য
আনতে যাব চিনি,
শীতকালের যে হচ্ছে শুরু
এমন প্রশ্নেই জানি।