উৎসর্গ : জে আর এ্যাগ্নেস কে


‍‍২৫ মার্চ ৭১ দীঘল রাত
অন্ধকারের কৃষ্ণ প্রহরে
পাষণ্ড কিছু পশু
লোলুপ থাবায়
আঘাত করে
ঘুমন্ত প্রশান্ত মানুষের উপরে ।


কিছু বুঝার আগেই
লুটিয়ে পড়লো মাটিতে
নিসাড় নিথর নিস্তব্ধ দেহ ।


কেউবা দিকবিদিক ছুটোছুটি করতে লাগলো ।


কি অপরাধ ছিলো তাদের ?
তারা চেয়েছিলো অন্যায় থেকে মুক্তি
চেয়েছিলো মানুষের অধিকার প্রতিষ্ঠার
চেয়েছিলো স্বাধীনতা পাবার ।


সেই দিনটি আসলেই-----
প্রতিবার বেদনায় চেয়ে যায় মন
হাহাকারে অন্তর ফুলে উঠে খরোস্রোতা নদীর মতন
সেই চিত্র হয়ে যায় বীভৎস স্মরণ ।


এই ভয়াবহ হিংস্রতার
প্রতিবাদ জানাবার ভাষা নেই আমার ।


এখনো কি সেই ভয়াবহ থেকে মুক্তি পেয়েছি ?
সেই প্রশ্নটিই জেগে উঠে বারংবার ।