বিধ্বস্ত তরীর হাল ধরতেই হবে তোমাকে
দূর করতেই হবে সব নির্মমতাকে
পাশে রাখতেই হবে বিশ্বাসী জনতাকে।
উড়বেই উড়বে সত্যের পাল,
রচিত হবে এক মহাকাল
যেখানে থাকবে ঘন তমাল
শিমুল পলাশ হাসনাহেনা বকুল
এটাই সবার ফুয়াদে কামনা
ফের আসবেই আসবে সত্যের সুসকাল।
আজ তোমার উপর যত বিপদ আপদ
মাথাচাড়া দিচ্ছে কেবলই হিংস্র কুফরি মতবাদ।
সকাল গিয়ে এখনো হচ্ছে রোদেলা দুপুর
দুপুর গিয়ে রাত আবার সকাল
হারিয়ে যাচ্ছে কালের পর কাল
আগামীর জন্য এমন মন চাই যা হবে নির্ভেজাল।
তুমিই আনবে, আনতেই হবে তোমাকে
সুশোভিত বিকশিত সত্যের আধুনিক কাল।