আহারে বাহারে বলি কথা কাহারে
কাউকেই দেখিনা দুর্নীতি ছাড়ারে।


চুপ চুপ নিশ্চুপ লিকলিকে দেহরে
যায় যায় প্রাণ যায় ক্ষুধা যে তাড়ায়রে।


হাহাকার চিৎকার কোন কিছু নাইরে
পাশে কে দাঁড়াবে সে দরদী চাই রে।


অদৃশ্য ব্যাধি এক দেশে দেশে এলোরে
যাহারে ধরে সে তারে মাইরা ছাড়েরে।


সঠিক স্বাস্থ্য নিয়ম মেনে যারা চলেরে
প্রভুর দয়ায় তারা আবার সুস্থ হয় রে।


বত্রিশ কোটি হাত যদি এক হয় রে
ব্যাঘ্রের গর্জনে দুর্নীতি পালাবে রে।


সীমা ছাড়া অপরাধী লাঞ্ছিত হয় রে
ওপারেও চরম ভাবে লাঞ্ছিত হবে রে।


হরহামেশা করুণদশা দেখতে পাই রে
স্বদেশের প্রীতিতে প্রেমানল জ্বলে রে।


আমাদের দেশটা তলিয়ে যায় যায়রে
আহারে বাহারে এ কথা বলি কাহারে।