জীবনের প্রয়োজনে সুখের সন্ধানে
ছিলো দীর্ঘ দূর
যদিও দূরে ছিলো মনের কাছে
স্মৃতিরা ভাসে সুমধুর।


হঠাৎ একদিন কথা হলো কবি
আফসার নিজামের সাথে
নিলাম খবর কবি আহমদ বাসীর
তিনি কেমন আছে?


জানালো কবি আঁকিল ছবি সবার
ভালোবাসাময় জীবনের
প্রত্যাশা প্রাঙ্গনে ছিলাম যাদের সাথে
ভাল খবর দিলো তাদের।


সব কিছু শুনে সুখে অনুভবে
পুলকিত হলো মন
তাদের সাথে দেখা হবে কি না
অন্তর করে ছনমন।


সেদিন সকালে চোখ বুলাই নীরবে
ফেইস বুকে
চ্যাৎ করল বুক আহমদ বাসীরের
বিদায় শোকে।


অগোচরে ঝরে পড়ে নয়ন জুড়ে
বেদনার নীর
আবার দেখা হবার আগেই বিদায়
নিল আহমদ বাসীর।


ক্ষমা করো প্রভু কবুল করো ভাল কাজ
সুখে রাখ কবরে
মুড়িয়ে রাখ দয়াময় তোমার বান্দাকে
তোমার দয়ার চাদরে।