হইলো একজনের কাশি   করে পাপ রাশিরাশি
           এ কেমন কাজ রাজ্য রাজার ?
দেশের জ্ঞানী লোকেরা     দাবি সুশীল ওরা
           স্থিতিশীল অন্যায়ের বাজার ।


ব্যথিতদের বেদনা         সরে যাক কামনা
            রইবে না কারো দুখ ।
আসিবে শান্তি             রইবে না ক্লান্তি
           বইবে সর্বদা শুধু সুখ ।


ইসলাম আসিবে          সবাই হাসিবে
           করবে না কেউ নিপীড়ন ।
অন্তর যাদের রুগ্ন        কুরআন তাদের পথ্য
           কথাটি জানিয়ো চিরন্তন ।


যতই করিয়ো পাপ        অন্তর রাখিয়ো ছাফ
            আখিরাতে বসিবে পাল্লা ।
শয়তানের হুন্কার         বড়ই ভয়ন্কর
            হিফাজত করিবে অাল্লা ।


সবার আছে দায়িত্ব      পরকাল হবে স্থায়িত্ব
           মন মাঝে রাখিয়ো তাঁরই ভয় ।
আসিলে ভূমিকম্প        যতই করো লম্পঝম্প
            জানিয়ো দুনিয়ার আছে ক্ষয় ।


ঈমানের পথে আগুয়ান      হয়ে যাও সাবধান
             কখন যে এসে পড়ে মৃত্যু ।
লইলে প্রভুর নাম           হয় অন্তরে কম্পমান
            সবাই কিন্তু আল্লাহর ভৃত্য।