আল্লাহু আল্লাহু জপো
আয় ছুটে আয় ডাকে আল্লা’ তায়ালায়
তাকে পেতে করো সবে সালাত আদায়।
যত যাবে তাঁর কাছে হবে নিকটতম
লা-শরীক তিনি জানো প্রীতি অনুপম।
নিশিদিন অনুগত তাঁর হও সবে
দয়াময় করবেন দয়া তবে ভবে।
আকাশ বাতাস গায় তাঁর গুণ গান
আমরাও গাই সদা তিনি মহীয়ান।
আল্লাহু আল্লাহু জপো সকাল ও সাঁঝ
খুঁজে পাবে তাঁরে তোর হৃদয়ের মাঝ
ভুলো না তারে তিনিও ভুলবে না তোরে
পাঁচবার ডাকে দিনে রাতে প্রভু ওরে।
জাগো ওঠো ইবাদতে যাও প্রতি ভোরে
নাজাত মিলিবে শেষে ঈমানের জোরে।
২৯.০৪.২০২৪