বিত্ত দিয়ে চিত্ত তোমার
ঢেকে রেখেছ
বিত্ত দিয়ে ক'জন বলো
সুখ পেয়েছ।


স্বার্থই কেবল দেখ তোমার
স্বার্থই জীবন
অন্যকে করো তুচ্ছ জ্ঞান
করো যে দমন।


কাউকে কম তোমায় বেশি
দিলেন দয়াময়
অপরকেও ভাগ দিয়ে দাও
করবে আলোময়।


সুখ বিলাবে সবার তরে
শান্তির আশায়
দুঃখ যেনো রয় না ভবে
আলোক প্রভায়।