আমার বাবা ধার্মিক ছিলেন
ছিলেন সহজ সরল
মায়া ভরা মনটা ছিল তাঁর
ন্যায় নীতিতে অটল।


অনাড়ম্বর জীবন যাপনে
তাঁর তুলনা নেই
সততা দিয়ে মন জয় করত
শান্তি সুখের মাঝেই।


সুঠাম গেহ লম্বাচৌড়া নয়কো মোটা
সুন্দর পরিপাটি লোক
সহাস্য বদনে হাত বাড়িয়ে সালাম দিয়ে
খবর নিতেন সর্বোলোক।


আত্মীয় অনাত্মীয় প্রতিবেশী বন্ধু মহল
সবার সাথে সুভাব
ভালোবাসতেন সমান তালে সমভাবে
ছিল সুন্দর স্বভাব।


ছোট্টবেলায় হারিয়েছি প্রিয় বাবাকে
আশ্রয় গেল চলে
ক্ষণে ক্ষণে মন মুকুরে বাবার কথা
স্মরণ করি দরাজ দিলে।


চোখের জলে দুঃখ ভরে দোয়া করি
ওগো প্রভু করে দিও মাফ
আমার বাবার জীবন খাতায় যত ছিল
দেখা অদেখা ছোট বড় পাপ।