আমার কবিতা থেকে একটি শব্দও যদি
কবুল করো হে পরোয়ার,
আমি ধন্য, হবো ধন্য, আর সফল প্রাণে
করে যাব শুকরিয়া তোমার।


আমার চিন্তার পরিশুদ্ধতা রাখিও সর্বদা
কায়মনোবাক্যে এই প্রার্থনা-
করে যাই, গেয়ে যাই তোমারই জয়গান
যেন নাহি থাকে কোনো যাতনা।


আমার হৃদয়ের পবিত্রতা দিয়ো গো প্রভু
তুমি দয়াময় অসীম অপার,
সাদাক্বায়ে জারিয়া জ্ঞান বিতরণে, তোমার
সন্তোষ হোক বাধাহীন জোয়ার।


তোমার নামে কবিতা লিখতে পারি শত শত
পাই যেন সেই সক্ষমতা,
আর বড়ত্বকে ছড়িয়ে দিতে পারি দিকে দিকে
সেটাই হবে আসল সফলতা।


তোমার হামদ করতে পারি কবিতা ও গানে
প্রাজ্ঞতা দিয়ো গো আমায়,
সৃষ্টির সৌন্দর্যে অভিভুত হয়ে খুঁজি তোমায়
ললাট লুটিয়ে পড়ে সিজদায়।


আমার কবিতা ও গান একটিও যদি হে প্রভু
তোমার কাছে প্রিয় হয়,
এই প্রাপ্তি সব প্রাপ্তির অধিক থেকে অধিক
মহা আনন্দটি যেন অমলিন রয়।


কল্যাণপুর, ঢাকা।
২৭.১২.২০২১