যেখানে মানুষগুলো কষ্টে রয়,
যেখানে শাসকেরা দেখায় ভয়,
অস্রেরাঘাতে আজ সবাই দিশেহারা,
কে আছো বীর,
এগিয়ে এসে এ সমাজের হাল ধরতে পারো।


যেখানে মানুষগুলো ভয়ে জড়সড়,
যাদের বুক কাঁপে নিত্য থরথর,
পেরেশানি নানা চিন্তায় হয়েছে সবহারা,
কে আছো বিপ্লবী,
এগিয়ে এসে এ জঞ্জাল তুমি সরাতে পারো।


এমন কবিতা পাঠ করে তোমায় শুনাতে পারি,
সে কবিতা শুনে,
আল্লাহর পথে তুমি এগিয়ে আসতে পারো।