এমন সমাজ চাই ,
যেখানে থাকবে না ,
তিক্ত কোলাহল কিংবা হাঙ্গামা ।
থাকবে না ধোকাবাজী ,
থাকবে না কোনো চালবাজী ,
থাকবে না অস্থিরতা নির্লিপ্ততা ।
থাকবে না অহংকারের চাদরে ,
মোড়ানো অসভ্যতা নিম্নগামিতা ।
রবে পরের বেদনায় ব্যথিত মন ,
কারো ক্ষতির চিন্তায় ব্যস্ত নয় কোনোজন ।
ক্ষুধা তৃষ্ণা নিবারণে থাকবে তৎপর ,
অসুস্থ হলে পাশে রবে অতপর ,
হাতে হাত কাঁধে কাঁধ মিলে একতার বন্ধন ।
নান্দনিকতার সৃজনে আবিষ্ট রবে স্নিগ্ধ নন্দন ।