বাধা


যাতায়াতের সব বন্ধ করে
বাধা দাও হিংসিয়া,
তবুও জনতার ঢল থামে না
থামাবে কী করিয়া?


বাঁচার তাগিদে জনরোষ বাড়ে
অগ্নিস্ফুলিঙ্গের মতো,
তীব্র বেগে বাধাহীন গতিতে
ছড়ায় অনল যতো।


কষ্ট সয়ে নাওয়া খাওয়া ভুলে
পরিবর্তনের জন্য,
সবাই হাসবে ফুল ফোটাবে
গড়িতে সুখের অরণ্য।


অন্যায় রোধে লড়ছে সবাই
মিলাতে কিছু হিসাব,
হাজারো বেদনার মন গুলো
মুছতে সব বিলাপ।


জমানো ব্যথার স্ফুরণ এখন
দেখা যায় দিকে দিকে,
এই বিস্ফোরণে পুড়বে তারা
অন্তর যাদের ফিকে।


কল্যাণপুর, ঢাকা।
১০-নভেম্বর-২০২২
২৫-কার্তিক-১৪২৯
১৪ রবিউস সানি ১৪৪৪