বাঁচতে হলে জানতে হবে


বাঁচতে হলে জানতে হবে
ঈমান ইসলাম তাক্বওয়া কি?
বাঁচতে হলে জানতে হবে
ইহসান আমল ও চরিত্র কি?
বাঁচতে হলে জানতে হবে
মানবিকতা ও মানবতা কি?
বাঁচতে হলে জানতে হবে
হাশর মীযান পুলসিরাত কি?
বাঁচতে হলে জানতে হবে
আলমে বরযখে প্রশ্নগুলো কি?
বাঁচতে হলে জানতে হবে
জন্ম মৃত্যু ও দুনিয়াদারি কি?
বাঁচতে হলে জানতে হবে
গোসল দাফন ও কাফন কি?
বাঁচতে হলে জানতে হবে
আকাশ জমিন ব্ল্যাকহোল কি?
বাঁচতে হলে জানতে হবে
পাঁচটি প্রশ্ন ও তার উত্তর কি?
বাঁচতে হলে জানতে হবে
কুরআন ও হাদীসের লেখা কি?
বাঁচতে হলে জানতে হবে
পুনরুত্থান দিন ও তাক্বদীর কি?
বাঁচতে হলে জানতে হবে
কাগজ কলম কালি ও লেখা কি?
বাঁচতে হলে জানতে হবে
জন্মের আগে অস্তিত্ব ছিল কি?
সকল কিছু জানার জন্য
কুরআন হাদীস পড়া হলো কি?
স্রষ্টা ও সৃষ্টি সম্পর্কে যথার্থ-
জ্ঞান রাখা খাঁটি ভাবে বৈকি।


কল্যাণপুর, ঢাকা।
১৭ সফর ১৪৪৪
১৪ সেপ্টেম্বর ২০২২
৩০ ভাদ্র ১৪২৯