যে সাজালো তার ঘর
তার নেই খবর,
দুরন্ত বজ্জাত এসে বলে
তুই এখন সর।


ওহ! দুঃখ ব্যথায় বুক ফাটে
তার আহারে!
পিশাচের দল কিছুতেই তাকে
নাহি ছাড়ে।


পরের ধনে লুটেরার দল
কিছু সুখ পায়,
তাদেরও কখনো কখনো
কষ্টে দিন যায়।


মাল হারালেও মানির মান
নাহি যায়,
এক সময় লুটেরার দল চির
হারিয়ে যায়।


ক্ষণিক আঁখিদ্বয় ঝলকানিতে
চকচক চমকায়,
পিশাচেরা অট্টহাসি দিতে দিতে
নিজেকে ঠকায়।