ভাবুন


মুহাম্মদ মোজাম্মেল হোসেন


ওরে বুদ্ধিমান! থামাও তোমার নফস
কাজ করে যাও মরণের পরজগতের
আশায়, যাপন করো হিসাব করে,
ফলাফল পাবে তার পরে,
সুবিবেচনার সংজ্ঞায় তুমি হবে গন্য।
ওহে নির্বোধ! খেয়াল খুশিতে চলবে না
নিজেকে নিজের উপর ছাড়বে না,
কাজ না করে কোন কিছু আশা করবে না
যথা নিয়মে চলে জীবনকে করো ধন্য।
সফলতায় সার্থকতায় হোক জীবন অনন্য।


একটি হাদীসের ভাবানুবাদ।