নারী-
মহান আল্লাহর অপূর্ব এক সৃষ্টি ।
নারী-
সংসার রথের একমাত্র সারথী ।
নারী-
পতির জন্য প্রশান্তির অনুপম উপহার ।
নারী-
সমাজ , সংস্কৃতির বিমোহিত মুগ্ধতার প্রতিক ।
নারী-
পরিচ্ছন্ন সমাজ সুগঠনে অভূতপূর্ব অংশীদার ।
নারী-
সত্য সুন্দরের সুষমায় বিকশিত মহাপ্রাণ ।
নারী-
সম্মান , মর্যাদা পাওয়ার সর্বাধিক অগ্রাধিকার ।
নারী-
সুসন্তান পরিগঠনে ও পরিশীলনে অবদান অতুলনীয় ।
নারী-
স্বাধীন মুক্ত জাগ্রত চেতনার জাতীয় অগ্রদূত ।
নারী-
অগ্রাহ্য অবহেলা ও অনাদর কিংবা অবাঞ্চিত কেউ নয় ।
নারী-
মোহনীয়তায় অনন্য , স্নিগ্ধতায় দিগন্ত ছোঁয়া ।
নারী-
সন্তান বাৎসল্যে অকৃত্রিম ভালোবাসায় মমতাময়ী ।
নারী-
ইসলামই দিয়েছে সর্বক্ষেত্রে অপরিসীম মর্যাদা তাদের ।


__________________________
রচনাকাল : ০৮-মার্চ-২০১৭