বিশ্ব সমাজ খেই হারিয়ে সঠিক ছেড়ে
বিপথে সব চলছে
ভাইয়ে ভাইয়ে বিবাদ লাগিয়ে
আবার থামার কথা বলছে।


অস্র বানায় অন্যের কাছে বিক্রি করে
যুদ্ধের দামামা বাজে
নারী পুরুষ শিশুদের দেদারসে মারে
আর অট্টহাসি হাসে।


অধিকার হারা শত সহস্র মানবতা
হিন্দু খ্রীষ্টান মুসলমান
স্বদেশ থেকে বিতাড়িত হয়ে সয়
কত শত অপমান।


ক্ষমতার লড়াইয়ে শক্তির মহড়া
দেখায় রাজায় রাজায়
বিশ্বভুবন স্থায়ী মনে করে তারা
স্টিমরোলার চালায়।


মারণাস্ত্রের দাপটে দাবড়িয়ে চলে
মমতার দ্বার বন্ধ
মনুষ্যত্বের দাপনে পচন ধরে
ছড়ায় শুধু দুর্গন্ধ


সেই দুর্গন্ধে আকাশ বাতাস
বিতৃষ্ণ বিভীষিকাময়
কোথায় যে যাবে সঠিকের খোঁজে
দিশা হারিয়ে রয়।


হৃদয়ের গভীর থেকে বিনয় আবেদন
মানুষের মন করো জয়
ভালোবাসা বিলাও প্রাণেতে রাখো
মহান সৃষ্টিকর্তার ভয়।